বোয়ালখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত ও সুনাগরিক গড়ার প্রত্যয়ে এমআরটি ক্লাবের উদ্যোগে বোয়ালখালী উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গত ১৬ এপ্রিল হযরত কাজী ছাগীর (রহ.) তাহফিজুল কোরআন মাদ্রাসা, পশ্চিম গোমদন্ডী বোয়ালখালী উপজেলার ৪০জন শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়।

এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইলের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস.. সাথীর সঞ্চালনায় এতে অতিথি সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আশফাক উদ্দিন জারিফ, মুহাতাসিম ইসলাম ইফাজ, ঝিনু আক্তার, রবিউল হোসেন, মোহাম্মদ ইসমাইল চৌধুরী, শাকিলা সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাউজানে পুকুরে মিলল রিকশা চালকের লাশ