বোয়ালখালীতে সিলিন্ডারের আগুনে পুড়ল চার বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

পাড়া প্রতিবেশী থেকে খুঁজে খাবার খেয়ে কোনোভাবে জীবন যাপন করছেন বৃদ্ধা সাহারা খাতুন (৭০)। দুই ছেলের মধ্যে একজন মারা গেছেন। আরেকজন থাকেন শহরে। সাহারা খাতুনকে দেখার মত কেউ নেই। শেষ সম্বল হিসেবে ছিল তাঁর বসতঘর। সেটিও আগুনে পুড়ে গেছে। এখন কোথায় থাকবেন তিনি, সে চিন্তায় কাঁদতে থাকেন তিনি।

সাহারা খাতুন ছাড়াও মো. সজিব (৩৫), মো. লোকমান (২৮) ও মো. ইমরান (২৬) নামের তিন ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ মো. সজিব। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন ১নম্বর ওয়ার্ড জোটপুকুর এলাকার ছনদণ্ডী গ্রামের হাজী জাকের হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে যৌথ বাহিনীর বিশেষ সভা অনুষ্ঠিত