বোয়ালখালীস্থ সারোয়াতলীতে সন্তোষ–রেণুবালা মেমোরিয়ালের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায়ই ১০০০ জন মানুষকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
চক্ষু, শিশু–স্বাস্থ্য, নাক কান গলা, গাইনী ও প্রসুপ্তি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ এ সেবাকার্যে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল এবং লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম জেলা ভাইস গভর্নর লায়ন কোহিনুর কামাল ও ২য় জেলা ভাইস গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী, জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিঞা, অধ্যাপক ডাঃ প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক প্রবীর কুমার চৌধুরী, পলাশ কুমার চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন লায়ন অধ্যাপক ডাঃ প্রকাশ কুমার চৌধুরী, ডাঃ পঙ্কজ কুমার চৌধুরী, ডাঃ সুলেখা চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন আকলিমা আখতার, লিও ইসমাইল বিন আজিজ। খবর প্রেস বিজ্ঞপ্তি।












