বোয়ালখালীতে শ্রীপুর বুড়া মসজিদের সংস্কার কাজের উদ্বোধন

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৩৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে শ্রীপুর বুড়া মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে মসজিদের সংস্কার কাজ উদ্বোধন করা হয়। মসজিদের মতোয়াল্লি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরীর সঞ্চালনায় সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর বুড়া মসজিদের খতীব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শোয়াইব রেজা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রাজা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ইসমাইল হোসেন খোকন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন, সাংবাদিক সেকান্দর আলম বাবরসহ মসজিদে ইমামমুয়াজ্জিনও স্থানীয় মুসল্লিার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধচসিক শ্রমিক লীগের বিশেষ সাধারণ সভা