বোয়ালখালী পৌরসভার ২নং কধুরখীল ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডে হযরত মুন্দার আউলিয়া (রহ🙂 সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় পারলে দমাও একাদশকে ২–০ গোলে পরাজিত করে ব্যাস্ট ন্যাশনাল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক এম এন করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কধুরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আবুল হাসেম, নুরুল করিম নুরু, সরোয়ার আলমগীর, বোয়ালখালী পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু আকতার, খালেদ, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, সেকান্দর আলম, এস এম বাদশা, এস এম সোহেল মিয়াজী, রোকন উদ্দিন প্রমুখ।