বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শর্টপিচ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাত্রিকালিন শর্টপিচ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় শেখ বাড়ি একাদশকে পরাজিত করে নুর এগ্রো জয়ী হয়। টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশগ্রহন করে। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক এম এন করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক সারোয়ার আলম ভুট্টো। রোকন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইদ্রীস বিষু, মোহাম্মদ খালেদ, সেকান্দর আলম, মহিউদ্দিন জনি, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মাসুদ আলম, মোহাম্মদ এসকান্দর, সৈয়দ কামাল, এস এম সোহেল মিয়াজী, মহিউদ্দিন আমিরী সরোয়ার, ইমতিয়াজ হোসেন রিমি, মোহাম্মদ আজম, সাজ্জাদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে নাঈম- জনি জুটি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআনোয়ারা বখতিয়ার সোসাইটি কো. ফাইনালে