বোয়ালখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প

| সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১১:১৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে রেড ক্রস/রেড ক্রিসেন্ট সোসাইটির তিনদিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ গভর্নিং বডির সভাপতি হিমাদ্রী খীসা।

যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিট এ ক্যাম্পের আয়োজন করেছে। এ মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্পে কলেজের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ৩৭ জন সদস্য অংশ নিয়েছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রশিক্ষন ক্যাম্পের আহবায়ক প্রভাষক আহমেদ হোসেন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মহসিন উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক গৌতম রায়, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, অভিষেক চৌধুরী, মোহাম্মদ নবী, প্রাক্তন দলনেতা আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের দল নেতা আরিফ মাহমুদ আদিফ, হাসান, জিসান, মেহেদী ও মামুন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির সাবেক এমপি সনির বিরুদ্ধে মামলা