বোয়ালখালীতে অভিযান চালিয়ে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মুন্নাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে সারোয়াতলী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। খবর বাসসের।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বাসসকে বলেন, গত ৯ অক্টোবর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার গ্রেপ্তারকৃদের আদালতে প্রেরণ করা হয়েছে।