কাল রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নে আগমন উপলক্ষে জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। গত বুধবার বিকেলে শান্তি বাজারে ৮নং শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগ শাখার উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মো. মনছুর উদ্দিন সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. বশির উদ্দীন, সহ–সভাপতি হাশেম হেলালী, এস এম মোজাফফর হোসেন, মো. সোহেল, মোরশেদ আলম শুভ, মোহাম্মদ ফারুক, মো. সুমন, রুমন শরীফ, মোহাম্মদ সুজন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মো. মহসীন, মো. বাবুল, সুমন দে, ইলিয়াছ, রুবেল হোসাইন, সেকান্দর, রুবেল বড়ুয়া, মো. সুজন, মো. আনিছ, মো. রাশেদ, মো. শাহ্ জাহান, মো. সুজন, সুজন বড়ুয়া, জামাল, হেলাল, কোরবান আলী, মো. ফাহিম, মো. রাকিব, মো. সাকিব, আলী হায়দার, রাহাত প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, ড. হাছান মাহমুদ বোয়ালখালী আগমন উপলক্ষে জনসভাকে সফল করার জন্য যুবলীগের প্রস্তুতি সভা। শ্রীপুর–খরণদ্বীপের রূপকার ড. হাছান মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।