বোয়ালখালীতে যানজট নিরসনে অভিযান, ১০ গাড়িকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে যানজন নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার গোমদণ্ডী পাইলট স্কুলের সামনে থেকে শুরু করে রেললাইন পর্যন্ত দুইপাশে ফুটপাতে থাকা দোকানগুলো উচ্ছেদ করা হয় ও যানজট সৃষ্টির দায়ে ১০টি যানবাহনকে ৭ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে ৭টি মোটরসাইকেলকে ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা ও ২টি সিএনজি অটোরিকশাকে ৪০০ টাকা করে ৮০০ টাকা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে পার্কিং ও যানজট সৃষ্টি করলে আবারও অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন। অভিযান পরিচালনাকালে সাথে ছিলেনউপজেলা আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট আবরারসহ তার টিম ও থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধশরীয়ত ও ত্বরিকতের সমন্বয়ে ইসলামের পরিপূর্ণতা অর্জন সম্ভব
পরবর্তী নিবন্ধচিকিৎসকদের বিদেশ ভ্রমণ : আদেশের একদিন পরই বাতিল নীতিমালা