বোয়ালখালীতে মোমবাতির আগুনে পুড়ল তিন বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে আগুনে পুড়েছে তিন বসতঘর। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ কঞ্জুরী ৮ নং ওয়ার্ডের আরতি মাস্টারের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে আগুন লাগার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বিপ্লব চৌধুরী, গোপাল চৌধুরী ও শিবু মজুমদারের ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বিপ্লব চৌধুরী বলেন, স্ত্রীর পাঁচ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। শিবু মজুমদার দাবি করেন, ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনের লাখ টাকা।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ঘরের পূজার আসনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (দ.) জীবনাদর্শ অনুসরণে দুনিয়ায় শান্তি ফিরে আসবে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হযরত ডলম পীর শাহ (রহ.) এর বার্ষিক ওরশ মাহফিল