বোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরণদ্বীপ একাদশ চ্যাম্পিয়ন

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে চরনদ্বীপ ফুটবল একাদশ ২০ গোলে বোয়ালখালী ফুটবল একাডেমি (লাল দল) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চরনদ্বীপ ফুটবল একাদশের পক্ষে প্রথমার্ধে গোল করেন জর্জ এবং দ্বিতীয়ার্ধে গোল করেন ফ্র্যান্সিস। বোয়ালখালী পৌরসভার আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও পৌমেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, শামীম আরা বেগম, এস এম শহিদুল ইসলাম, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জহুর চৌধুরী, মোহাম্মদ আলম ববি, সাইদুর রহমান খোকা, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, জসিম উদ্দিন সিআইপি, ইলিয়াস জাফর প্রমুখ। পরে বিজয়ীদের হাতে নগদ প্রাইজমানি ১লক্ষ টাকা ও রানার্স আপ বিজয়ীদের হাতে নগদ ৫০হাজার টাকাসহ ট্রফি তুলে দেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ওয়ানডে ম্যাচের টিকেটের মূল্য প্রকাশ
পরবর্তী নিবন্ধআহমদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত