বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে আইপিএস চুরি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ২:৩৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। সোমবার (৪ ডিসেম্বর) কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, মোয়াজ্জিন ফজরের আযান দিতে গেলে মসজিদের গ্রিল কাটা দেখে তিনি বিষয়টি সবাইকে জানান। মসজিদের গ্রিল কেটে ব্যাটারি ও আইপিএস নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার-৩ ও ৪ আসন : বদির কথিত পুত্রসহ ৪ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১০
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে লেলাং খালে বালি মহালে অভিযান, ১০ হাজার ঘনফুট বালি জব্দ