বোয়ালখালীতে মন্দিরে চুরি

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মন্দিরে টিনের বেড়া কেটে চোরের দল নিয়ে গেছে পিতলের ১টি শিব মূর্তি, ১টি কালি মূর্তি, দানবাক্সসহ পূজার তৈজসপত্র। গত বুধবার দিবাগত রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের দরপপাড়া ধনঞ্জয় মহাজন বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা অনিক চৌধুরী বাসু জানান, বুধবার সন্ধ্যায় পূজা শেষে মন্দির তালা বন্ধ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন মন্দিরে গেলে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি বলেন, চোরের দল মন্দিরের বন্ধ দরজার পাশে টিন কেটে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানুরাগী নুরুল ইসলামের স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধআগুনে পুড়ে শেষ মোমেনের বিদেশ যাওয়ার স্বপ্ন