বোয়ালখালীতে মধ্যরাতে গোয়ালঘরে আগুন, ২ গরু মৃ’ত্যু, দ’গ্ধ ১৯

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ২:৩৬ অপরাহ্ণ

বোয়ালখালীতে গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু মারা গেছে এবং উনিশটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। এ সময় ৬টি গোয়ালঘর পুড়ে গেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় গোয়াল ঘরে থাকা আবদুর ছবুরের তিনটি, জাহেদুল হকের তিনটি, তাহেরা আক্তারের দুটি, মো. কামাল উদ্দীনের তিনটি, আবদুল মোনাফের তিনটি, ওবাইদুল হকের চারটি গরু ও মো. সাইফুদ্দীনের তিনটি গরু দগ্ধ হয়েছে।

এর মধ্যে আবদুর ছবুরের ১টি গরু ও জায়েদুল হকের গর্ভবতী ১টি গাভী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

ক্ষতিগ্রস্থ মো. সাইফুদ্দীন বলেন, ৬টি গোয়ালঘরে মোট ২২ টি গরু ছিল। এর মধ্যে ২১টি দগ্ধ ও দুটি মারা যায়। বাকি একটিকে আমি রশি খুলে ছেড়ে দেয়ায় গরুটি বেঁচে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, ‘আমরা দগ্ধ গরুগুলোকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। দগ্ধ একটি গর্ভবতী গাভীর বাচ্চা বেরিয়ে আসায় সেটিকে আমরা অপারেশনের মাধ্যমে পুনরায় রিসেট করেছি। আগুনে দগ্ধ হওয়ার কারণে আরো কয়েকটি গরু প্রায় গরু আশঙ্কাপূর্ণ আছে।

দগ্ধ গরুগুলোর চিকিৎসায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দীন বলেন, গোয়ালঘরে আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুইজনের দুটি গরু মারা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তারা আর ঘটনাস্থলে যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ৩৮ দালাল