বোয়ালখালীতে ভ্যানগাড়ি উল্টে কিশোরের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৫:২৫ অপরাহ্ণ

বোয়ালখালীতে মোটরচালিত থ্রি-হুইলার ভ্যান উল্টে সিরাজ উদ্দিন ফরহান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি উল্টে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় ফরহানসহ তিনজন আহত হয়।

ফরহান উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সে লেখাপড়ার পাশাপাশি গাড়ির হেলাপার ছিলেন।

শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লারচর শোকর আলী শাহ মাজার গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফরহানসহ তিনজন একটি ভ্যানগাড়িতে থাকা অবস্থায় সড়ক থেকে বিলে ছিটকে পড়ে। এ সময় তারা গুরুতর আহত হয়।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

ওইদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে চুলার আগুনে পুড়ে ছাই ৪ পরিবারের বসতঘর