বোয়ালখালীতে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে গিয়াস উদ্দীন নামের এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় আব্দুল ছবুর (৫৫) নামে একজনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড লালার বাড়ির মৃত মোহাম্মদ ইসমাঈলের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুরখরনদ্বীপ ইউনিয়নের ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। গিয়াস উদ্দিন একই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। পরে এ বিষয়ে মামলা হলে ঘটনায় জড়িত আব্দুল ছবুরকে গ্রেপ্তার করে পুলিশ।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় জড়িত আব্দুল ছবুর নামের একজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরংপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধডিসেম্বরে নির্বাচন আয়োজনে রোডম্যাপ চায় বিএনপি ও হেফাজত