বোয়ালখালীতে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মো. রফিক (৫৫) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৫টায় পৌরসভার পশ্চিম গোমদন্ডী জমাদার হাট হাজী মোহাম্মদ শামসুল আলম জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতীব বাপের বাড়ির মৃত মহিউদ্দীনের ছেলে। স্থানীয় মো. সেলিম উদ্দীন বলেন, সকাল ৫টার দিকে মালামালসহ একটি ট্রাক আসার সময় শামসুল আলম জামে মসজিদের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে লেগে কয়েকটি তার ছিঁড়ে যায়। তার সরাতে গিয়ে ট্রাকের হেলাপর রফিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সকাল সাড়ে ৬টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।