বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ৬:২১ অপরাহ্ণ

বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত বিধান দে (৫২) পাঁচদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিধান দে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া মৃত ঝুনুরাম দের ছেলে।

আজ বুধবার সকাল ১১টায় বিধান দে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা বলে নিশ্চিত করেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা পাহাড়ে বন্যহাতি আক্রমণে চারজন কৃষক আহত হয়। এতে গুরুতর আহত হন বিধান দে।

পূর্ববর্তী নিবন্ধনাশকতার মামলায় বান্দরবানে গ্রেফতার ৪ বিএনপি কর্মী জেলে
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা গুণল কর্ণফুলীর তিন হোটেল রেস্তোরাঁ