বোয়ালখালীতে ফুটপাতের ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অভিযান চালিয়ে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুরে থেকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, কানুনগোপাড়া সড়কের দুইপাশে অবৈধভাবে দোকানের সামনের অংশ সমপ্রসারণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল দোকানদারেরা। এতে নিত্য যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হতো। বেশ কয়েকবার এসব দোকানদারদের তাদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছিলো। কিন্তু অধিকাংশ দোকানদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ১০ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর বেগমজান বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধদুই বছরের জন্য ইউজিসির সদস্য হলেন চমেবি উপাচার্য