বোয়ালখালীতে পাখা ভাঙা ঈগল উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৩:৩২ অপরাহ্ণ

বোয়ালখালীতে একটি ঈগল উদ্ধার করা হয়েছে। তবে তার ডান পাশের পাখার হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার রুমন তালুকদার।

আজ (৬ ফেব্রুয়ারি) বৃহষ্পতিবার ঈগলটিকে উদ্ধার করা হয়। তবে কোথা থেকে উদ্ধার করা হয়েছে কিছুই জানা যায়নি।

ডাক্তার রুমন তালুকদার বলেন, ঈগলটির ডান পাশের পাখাটি ভেঙ্গে গেছে। ঈগলটি কয়েকজন ছেলে এসে প্রাণীসম্পদ দপ্তরে দিয়ে চলে গেছে। তাদের নাম, ঠিকানা কিছুই দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমি বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি। তারা এসে দেখবে ঈগলটি। অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি