বোয়ালখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে আটজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফুলতল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্দিরা দত্ত (৩০), বিদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়া ভূট্টাচার্য্য (৩১), একই স্কুলের শিক্ষক দেবপ ভট্টাচার্য্য (৩০), কানিজ ফাতেমা শবনুর (৩১), অনামিকা বড়ুয়া, মো. পারভেজ। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।