বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ চারজন সন্ত্রাসী গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ১২:১৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে দেশিয় অস্ত্রসহ চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে লে. কর্ণেল মোঃ সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫ টি মোবাইল ফোন, ২১ টি দেশীয় অস্ত্র ও ১ লাখ ৭৬ হাজার ৪শত ২৫ টাকা জব্দ করা হয়।

আসামিরা হলো-শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬), মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী উপজেলার লে. কর্ণেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, তারা খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও সুস্থ অবস্থায় আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআস্থা ফেরাতে রোগীদের কথা মন দিয়ে শুনতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সরকারি গাছ আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত