বোয়ালখালীতে দুই টেক্সির সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৫

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সড়কে দাঁড়ানো একটি সিএনজি টেক্সিকে ধাক্কা দেয় অপর একটি সিএনজি টেক্সি। এতে গর্ভবতী এক নারীসহ অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে কালুরঘাটগামী একটি সিএনজি যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে আসা অপর একটি সিএনজি ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ও পেছন দিক থেকে ধাক্কা দেওয়া সিএনজি টেক্সির যাত্রীরা আহত হন। এর মধ্যে পেছন দিক থেকে আসা সিএনজিতে একজন গর্ভবতী নারী মুখে আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঘটনাস্থল থেকে সিএনজি টেক্সিটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাং লা দে শে র ফ ল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু