বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ডোবায় পড়ে মিশকাত () নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আকুবদণ্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিশকাত একই গ্রামের মো. রিপনের ছেলে।

শিশুটির বাবা মো. রিপন বলেন, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় মিশকাত। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান বলেন, মিশকাত নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসবজির সরবরাহ বাড়ায় দামও কমছে
পরবর্তী নিবন্ধবেনাপোল বন্দরে ট্রেনে করে এল ৪৬৮ মেট্রিক টন আলু