বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩০ অপরাহ্ণ

বোয়ালখালীতে ডোবায় পড়ে মিশকাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আকুবদণ্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিশকাত একই গ্রামের মো. রিপনের ছেলে। দুই সন্তানের মধ্যে সে ছোট ছেলে বলে জানা যায়।

শিশুটির বাবা মো. রিপন বলেন, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় মিশকাত। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান বলেন, মিশকাত নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশী-বিদেশী গবেষকদের পদচারণায় উজ্জীবিত চুয়েট ক্যাম্পাস
পরবর্তী নিবন্ধচবির মূল ফটক অবরোধ শিক্ষার্থীদের