বোয়ালখালীতে সড়কে নিরাপত্তার জন্য দেয়া ট্রাফিক চিহ্নযুক্ত সাইনবোর্ড চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার লালার হাট জিসি–দাসের দিঘীর পাড় সড়ক ও শরৎ সেন সড়কের বিপজ্জনক মোড়ে মোড়ে দেয়া ৯টি সাইনবোর্ডের ৭টি চুরি হয়ে যায়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সড়কের টিকাদার এ.কে এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. সাইদুল ইসলাম মজুমদার বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৯টি সাইনবোর্ড স্থাপন করতে ব্যয় হয়েছে প্রায় ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৭টি চুরি হয়ে যায়। এতে প্রায় ৪২ হাজার টাকার ক্ষতি হয়েছে। চোর সাইনবোর্ডগুলো ঢালাইয়ের উপর থেকে কেটে নিয়ে যায় এবং একটি রাস্তার পাশে রেখে চলে যায়। কেউ দেখে ফেলায় হয়ত সেটি আর নিতে পারেনি।
স্থানীয়রা বলেন, বিপজ্জনক মোড় থেকে এসব গুরুত্বপূর্ণ ট্রাফিক চিহ্নগুলো চুরি হয়ে গেলে সাধারণ মানুষ ও যানবাহন যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে। এসব সংকেতগুলো যানবাহনকে বিপদ থেকে রক্ষা করে। এসব চুরি হয়ে যাওয়া দুঃখজনক।