বোয়ালখালীতে ট্রাক চালক ও ৩ ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীর গোমদন্ডী ফুলতল ও চৌধুরীহাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩ ফার্মেসি ও এক ট্রাক চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা ও দরবার মেডিকোকে সিলগালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

জানা যায়, অভিযানে গোমদন্ডী ফুলতল এলাকায় আল ইমাম মেডিকোকে ৫ হাজার, জেনারেল হাসপাতালের নিচের ফার্মেসিকে ২ হাজার ও চৌধুরী হাট এলাকার দরবার মেডিকোকে ২ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয় এবং ত্রিপলবিহীন বালু পরিবহনের দায়ে ট্রাক চালক নুরুল আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ওষুধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে জরিমানা করা হয়। জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধরাউজানে বকুল হত্যা মামলার আসামি মা ও দুই ভাই গ্রেপ্তার