কালুরঘাট সেতু নির্মাণ জরুরি

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৭:১১ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, বোয়ালখালীতে যতটা না উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি পিছিয়ে রেখেছে কালুরঘাট সেতুটি। এটি নির্মিত হয়ে গেলে বোয়ালখালী উন্নয়নের রোল মডেলে পরিণত হবে। গতকাল সোমবার বোয়ালখালীতে বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম চৌধুরী প্রমুখ। এর আগে জেলা প্রশাসক উপজেলা সদরে নান্দনিক শিশু পার্ক, সুইমিংপুল ও পরিষদের নব নির্মিত হল রুম ‘স্বাধীনতা ’ উদ্বোধন , ২ ভিক্ষুককে পুনর্বাসন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্টের স্মৃতি বৃত্তি বিতরণ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির পুরকৌশল বিভাগে সেমিনার