বোয়ালখালীতে জনসভা তথ্যমন্ত্রী আসার আগে দুই গ্রুপে হাতাহাতি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে গতকাল জনসভায় তথ্যমন্ত্রী আসার আগে মঞ্চে থাকা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বোয়ালখালী উপজেলার শ্রীপুরখরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জানা যায়, গতকাল মন্ত্রী আসার আগে মঞ্চে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নাঈম উদ্দিন বক্তব্য রাখছিলেন। তখন ইউনিয়ন যুবলীগ নেতা শাহাদত হোসেনের নেতৃত্বে আসা মিছিলকে স্বাগত জানানো নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতি হয়। পরে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপে তা নিরসন হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছমাইল হোসেন খোকন বলেন, মঞ্চে থাকা না থাকা নিয়ে কয়েকজন কর্মীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিল। পরে আমরা তাদের মঞ্চ থেকে সরিয়ে দিই। তবে এ নিয়ে সভায় কোনো প্রভাব পড়েনি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩০ লাখ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার