বোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে প্রাণ গেল বাবার

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে আহত বাবা ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আজিজুল হক (৬৬)। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সাজ্জাদ কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছিল। ঠিক কী কারণে বাবাকে আঘাত করেছে তা জানা যায়নি।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, গত শুক্রবার নিজ বাড়িতে সাজ্জাদের কাঁচির আঘাতে গুরুতর আহত হন আজিজুল হক। এরপর থেকে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধরাজউকে আবেদন না করেই প্লট নেন পুতুল
পরবর্তী নিবন্ধআরো ১০০ মার্কিন পণ্য শুল্কমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি