বোয়ালখালীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারীর

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভবনের ছাদ থেকে পড়ে ১ নারীর মৃত্যু হয়েছে। তার নাম রহিমা বেগম (৪৫)। গতকাল সোমবার সকাল ৮ টার দিকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কধুরখীল কৈবর্ত্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিমা বেগম রাজশাহীর বাঘা উপজেলার আমির হোসেনের মেয়ে। তিনি বোয়ালখালী পৌরসভার কৈবর্ত্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা বলেন, সকাল ৮টার দিকে রহিমা বেগম ভবনের ছাদে উঠেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক মনিরা আকতার।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মোসলেম খানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালী হাসপাতালে পূর্ণাঙ্গ সেবার পরিবেশ সৃষ্টি করবো