বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকন (২৫) কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের উত্তর গোমদণ্ডীতে এ ঘটনা ঘটে।
আটককৃত ছাত্রলীগ কর্মী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে গতকাল বৃহস্পতিবার প্রবাস থেকে দেশে আসে। ৫ বছর আগে আরব আমিরাতে পাড়ি দিয়েছিলো সে।
স্থানীয়দের অভিযোগ, সে প্রবাসে থাকাবস্থায় তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। প্রবাস থেকে দেশে আসলে ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী।
বোয়ালখালী থানার উপপরিদর্শক ছোটন চন্দ্র দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।