বোয়ালখালীতে ছয় জনকে জরিমানা

যত্রতত্র গাড়ি পার্কিং

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা সদর এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ও অবৈধ পার্কিংয়ের দায়ে ছয়টি মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়। এছাড়া পৌরবাজারের ফুটপাত দখলমুক্ত করে সতর্ক করেন।

ইউএনও হিমাদ্রী খীসা জানান, বোয়ালখালী উপজেলা সদর এলাকায় যত্রতত্র পার্কিং ও ব্যবসায়ীদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজটের ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। সকল ধরনের যান চালক, দোকান মালিকদেরকে এরূপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে ইমন সাংস্কৃতিক একাডেমির স্মরণসভা
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস সার্কেল ঐক্য পরিষদ সাতকানিয়া পৌরসভার মতবিনিময়