বোয়ালখালীতে চুরি হওয়া সিএনজি টেক্সি উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

তিনদিন আগে বোয়ালখালীতে চুরি হওয়া একটি সিএনজি টেক্সি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মো. হাসানুল ইসলাম হাসান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আমতল এলাকা থেকে চুরি হওয়া সিএনজিসহ গ্রেপ্তার হয় ঐ যুবক। তিনি চরখিদিরপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে বলে জানা যায়।

উদ্ধার হওয়া টেক্সির চালক ছৈয়দুল হক বলেন, গত ১৩ মে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার ওপর টেক্সিটি রেখে চা খেতে যান। এমন সময় তার টেক্সিটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরে থানায় মামলা করেন তিনি।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমতল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেপ্তার হয় গাড়ি চোর হাসানও। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়ায় আল জামিয়া মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু