বোয়ালখালীতে গৃহবধুর লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:১৫ অপরাহ্ণ

বোয়ালখালীতে ভাড়া বাসা থেকে রুজী আকতার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২ মার্চ) রাত ৯ টার দিকে পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৭ নম্বর ওয়ার্ড জমাদার হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। রুজী আকতার জমাদার হাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

রুজী আকতার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড সবুর মার্কেট এলাকার মহিবুল আবছারের স্ত্রী।

বোয়ালখালী থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার একটি কক্ষের ভিতর খাটের উপর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর ড. ইউনূসের ওপর কেন নিশ্চিন্তে আস্থা রাখা যায়
পরবর্তী নিবন্ধবাংলাদেশের জাতীয় মনস্তত্ত্ব : গভীর দ্বন্দ্বে জর্জরিত