বোয়ালখালীতে গাছের চারা বিতরণ

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

গ্রিন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে গত ৪ জুলাই বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ২০০০টি বিলুপ্তপ্রায় খেজুর গাছের চারা ও ওষুধি গাছের চারা বিতরণ এবং মসজিদ সংলগ্ন কবরস্থান ও সড়কে খেজুর গাছের চারা ও নিম চারা রোপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। গ্রিন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী, খতিব অধ্যক্ষ শোয়াইব রেজা, মাওলানা আব্দুল মুত্তালিব।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এইচ.এম.শামীম, মাহতাব উদ্দিন, আখতার হোসেন নিজামী। সভা শেষে প্রধান অতিথি চারা বিতরণ করেন এবং মসজিদ সংলগ্ন পুকুরপাড় ও কবরস্থানে চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রায় ২০০০ খেজুর গাছ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধবিভিন্ন গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা করছে