বোয়ালখালীতে অষ্টম কাজী রফিক আহমেদ হাফেজ মেম্বার স্মৃতি অল–নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত রোববার রাত নয়টায় উপজেলার আহলা দাশের দীঘির পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শাহমীর স্পোর্টিং ক্লাব ২ রানে ব্ল্যাক টাইগারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কাজী বাহাউদ্দীন ফারুক মুন্নার সার্বিক সহযোগিতায় আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় কাজী মইনুদ্দিন ফারুক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি‘র সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর কাজী মো. জসিম উদ্দিন, মো. ইকবাল হোসেন, আবু সিদ্দিক, জহির আহাম্মদ, মো. মহিদুল আলম জিকু, আবদুর রাজ্জাক, রাশেদুল ইসলাম সুমন, সাহাবু উদ্দিন,দিদার ইসলাম,মনির উজ জামান প্রমুখ। খেলার শুরুতে একটি উপযুক্ত খেলার মাঠের জন্য জায়গা ক্রয় করতে ১ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না এবং ইউনিয়ন পরিষদ থেকে অর্থ প্রদান করার আশ্বাস দেন আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান।