বোয়ালখালীতে অষ্টম কাজী রফিক আহমেদ হাফেজ মেম্বার স্মৃতি অল–নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপজেলার আহলা দাশের দীঘির পাড় সংলগ্ন মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় কাজী মইনুদ্দিন ফারুক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শাহাজাদা সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ, সিজেকেএস এর সাবেক কাউন্সিলর কাজী মো. জসিম ও কাজী বাহাউদ্দীন ফারুক মুন্নাসহ আরো অনেকেই। টুর্নামেন্টে ২৪ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নুর এগ্রো টিম ও ব্ল্যাক জয় প্রতিন্দ্বন্দ্বীতা করে।