বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভে বাতিল হল জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪১ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসলো সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। সমস্ত জরিমানার টাকা মওকুফের ঘোষণা পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফিরেন ক্লাসে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কলেজের সামনে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের প্রথম বর্ষের পরীক্ষার ফিস সহ অন্যান্য ফিসের টাকা জমা দিতে গিয়ে তারা দেখতে পায় তাদের কাছে আরো অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ জানানঅনুপস্থিতির জন্য প্রত্যেককে এ জরিমানা করা হয়েছে। এ টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। কর্তৃপক্ষের এ ঘোষণা শুনে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।

অধ্যক্ষের কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ব্যাপারটি আমরা প্রথমে অধ্যক্ষ স্যারকে জানাই। তিনি আমাদের জরিমানা মওকুফ করতে রাজি হননি। পরে শিক্ষার্থীরা সবাই আন্দোলনে নামেন। এক ঘণ্টা পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই আমাদেরকে জরিমানা মওকুফের ঘোষণা দিলে আমরা আন্দোলন থেকে সরে আসি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, কম বেশি প্রায় শিক্ষার্থী ক্লাস অনুপস্থিত থাকে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে আমরা এমন উদ্যোগ নিয়েছিলাম । কিন্তু শিক্ষার্থীরা অপারগতা প্রকাশ করলে আমরা সেটি মওকুফ করে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধআদিলুরসহ দুইজনের কারাদণ্ডের রায়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
পরবর্তী নিবন্ধঢাকায় কৃষি মার্কেটের ৪ শতাধিক দোকান পুড়ে ছাই