বোয়ালখালীতে ওষুধ কিনতে এসে সব হারালেন বৃদ্ধা

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ১১:৪৫ অপরাহ্ণ

সকালে নিজের জন্য ওষুধ কিনতে বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতল থেকে লোকাল সিএনজিচালিত অটোরিকশায় উঠেন সুফিয়া বেগম (৬২)।

গাড়িতে বোরকা পরিহিত দুইজন মহিলা বসেছিলেন। তারা ভাব জমিয়ে প্রলোভন দেখিয়ে গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে আসার পর মোবাইলটি নিয়ে বৃদ্ধার ছবি তুলেন এবং ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কৌশলে কেটে পড়েন।

তবে যাওয়ার আগে তার হাতে ২০ টাকা দিয়ে গেছেন বলে কাঁদতে কাঁদতে বলতে থাকেন তিনি। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

বৃদ্ধা আরও বলেন, ব্যাগে ১০ হাজার টাকা ছিলো। তার কোনো ছেলে নেই। তিনি মেয়ের মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে এসেছিলেন। বৃদ্ধা সুফিয়া উপজেলার পূর্ব চরণদ্বীপের মসজিদ ঘাট এলাকার ছোবান বাপের বাড়ির আব্দুল শুক্কুরের স্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামের পাশের একটি ফলের দোকান থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়ে গেছে প্রায় ৪৪ হাজার টাকা।

ফলের দোকানদার মো. এসকান্দর আলম বলেন, দুই ব্যক্তি রিকশা নিয়ে এসে আনারস ক্রয় করেন। এরপর একটি এক হাজার টাকার নোট দেন। নোটটি দেওয়ার পর আর কিছু মনে নেই তার। তারা চলে যাওয়ার পর দেখি ক্যাশ বাক্সে থাকা টাকার বাণ্ডিল নেই। তারা ক্যাশ থেকে প্রায় ৪৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে।

এর আগে গত ৫ মার্চ সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে বসা লেদু নামের এক বৃদ্ধ পানের দোকানদার থেকে ৩ হাজার টাকা চিনতাই করে নিয়ে যান। তার কাছে তিন হাজার টাকা কেড়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায় এক যুবক।

এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি ভুক্তভোগীরা। তারা বলেন, অভিযোগ দিয়ে কি হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারিসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধআলীকদমে স্কুলপড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক ৪
পরবর্তী নিবন্ধরাঙামাটি শহরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার