বোয়ালখালীতে একটি ওরশে যাওয়ার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।
গতকাল (১৮ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দাশের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিরাজুল হকের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৯), আরিফুল ইসলামের ছেলে মুন্না (২১) ও মো. সাত্তারের ছেলে মো. ইরফান। তারা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বাহির সিগন্যালের বাসিন্দা। তারা একে অপরের বন্ধু বলে জানা যায়।
স্থানীয় এলাকাবাসী মো. সাহেদ বলেন, তারা বু-আলী কালান্দর শাহ্’র ওরশে যাওয়ার পথে দাশের দীঘি এলাকায় একটি সিএনজি ওভারটেক কররতে গিয়ে পিচ্ছিল হয়ে বাইক পড়ে যায়। এসময় তারা আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাজ্জাদ হোসেনের হাত ভেঙে যাওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।