বোয়ালখালী উপজেলায় এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত কর্মকর্তা, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত শনিবার এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের অডিটোরিয়ামে ২৪ ও ২৫ মে ২ দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এন. মোহাম্মদ গ্রুপের ম্যানোজিং ডিরেক্টর মোহাম্মদ নজরুল হক। এ সময় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ ফরমান তৈয়ব, চীফ অপারেশন অফিসার ওয়াহিদুজ্জামান মাসুদ, চীফ বিজনেস অফিসার মোহাম্মদ মোস্তাক চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু আলম, ডিজিজ কন্ট্রোলের মেডিকেল অফিসার ডা. মাসুদ আলম, মেডিকেল অফিসার ডা. রাফিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল রিজওয়ান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক বিপ্লব দাস, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই জিহাদ বাবলু প্রমুখ। চিকিৎসা ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা, চক্ষু–মেডিসিন–হৃদরোগ–স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন– শ্রমিক–কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং এ বিশেষজ্ঞ চিকিৎসা দানের জন্য এন মোহাম্মদ গ্রুপ উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি এসময় তাদের অগ্রযাত্রা আগামীতেও যথাযত ভাবে পরিচালনা করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহবান রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












