কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম বলেছেন, ‘বাংলাদেশে প্রতি বছর ১২ থেকে ১৪% লেবুর সংগ্রহোত্তর অপচয় হয়। বিশেষ করে ভরা মৌসুমে ( জুলাই–আগস্ট) চাষিরা লেবুর ন্যূনতম মূল্য পান না। চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ১৫০০ একর ভূমিতে লেবুর চাষ হয়। কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক চাষি ক্ষতিগ্রস্ত হন। তারা লেবু চাষে আশা হারিয়ে ফেলেন। তাই কৃষি বিপণন অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের আওতায় বোয়ালখালীতে একটি জুস ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। যদি একটা জুস ফ্যাক্টরি স্থাপন করা যায় তাহলে বোয়ালখালীর লেবু চাষিরা ন্যায্য দাম পাবে বলে আশা করা যায়। আর এই জুস ফ্যাক্টরি স্থাপন হবে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে। তবে ফ্যাক্টরি স্থাপনের পূর্বে সব ধরনের সম্ভাব্যতা যাচাই–বাছাই করা হবে। এতে করে চাষিরা ক্ষতি কাটিয়ে লেবু চাষের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।’ গতকাল শুক্রবার বোয়ালখালীতে স্মল এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (বিপণন অংগ) এর আওতায় প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অন লেমন প্রসেসিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার গোমদণ্ডী ফুলতলস্থ এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এন. মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএসিপি’র (বিপণন অংগ) কম্পোনেন্ট পরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ (উপসচিব)। এসএসিপি’র ডেপুটি কম্পোনেন্ট পরিচালক মো. ফয়েজ এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, এন. মোহাম্মদ গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) অহিদুজ্জামান মাসুদ। অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলার লেবু চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।