বোয়ালখালীর সুলতান মাস্টার ফোরাম সমন্বিত জ্ঞান উৎকর্ষে নিবেদিত উদ্যোগ ইলমুন নূর এর ফি ছাড়ায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে বেঙ্গুরা কে বি কে আর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণির ৫১১ জন শিক্ষার্থী অংশ নেয়। ইলমুন নূরের উপদেষ্টা শিক্ষাবিদ ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে পরীক্ষোত্তর সভায় ফলাফল প্রস্তুতি পর্ষদ গঠন করা হয়। পরীক্ষা পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইলমুন নূর পরীক্ষা নিয়ন্ত্রক ইশতিয়াক আহমদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে ছিলেন পরীক্ষা সমন্বয়ক মো. ইদ্রিস মিঞা,বৃত্তি সম্পাদক নাসিমা আরা চৌধুরী, মো. ইমাম, মো. শাহাদাত, কমরুন নেছা, ওমর ফারুক, আবদুল ওয়াহেদ, মো. রাশেদ, ওমর কাইয়ুম, মো. আসাদুজ্জামান, দিদারুল ইসলাম, ইলমুন নূর প্রমোটর ও বৃত্তি আহ্বায়ক ইমতিয়াজ আহমদ চৌধুরী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষাবিদ ফরিদ আহমদ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী, বৃত্তি পরিকল্পক জাফরুল হাসান শরীফ ও ইফতেখার আহমদ চৌধুরী।