বোয়ালখালীতে ইনসানিয়াত বিপ্লবের পথসভা

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আয়োজনে ইনসানিয়াত বিপ্লব ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বোয়ালখালীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভাটি সদর থকে আরম্ভ হয়ে গোমদন্ডি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার ঘুরে শেষ হয়। কামরুল আলম নকীবের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবুল কাশেম আবু, হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, শেখ নঈম উদ্দিন ও এমদাদুল হক সায়ীফ। আরও বক্তব্য রাখেন আরিফুল হক, আজিম উদ্দিন, খন্দকার নরুল আমিন সওদাগর, সাইফুদ্দিন চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, আবদুল হাকিম, রকন উদ্দিন বেলাল, আহমদ আলী প্রমুখ। নেতৃবৃন্দ আসন্ন মহাসমাবেশ সফল করার জন্য সত্য ও মানবতায় বিশ্বাসী সকলকে ইমাম হায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলাউজানে বন্যায় গৃহহীন মানুষের মাঝে ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনকে সুফি সেন্টারের সম্মাননা প্রদান