বোয়ালখালীতে ইনসানিয়াত বিপ্লব মহাসমাবেশের প্রস্তুতি সভা

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আয়োজনে ইনসানিয়াত বিপ্লব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কামরুল আলম নকীবের সভাপতিত্বে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেফ সারতাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, শেখ নঈম উদ্দিন, আরিফুল হক, আজিম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, আবদুল হাকিমসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ ঐতিহাসিক মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মানবতায় বিশ্বাসী সকল মানুষকে মহাসমাবেশে উপস্থিত হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশা, ১ মাস পর সচল ট্রান্সফরমার
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত