বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জুয়েল ঘোষকে (৩২) গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

গত রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার জড়িত থাকায় আসামি জুয়েলকে গ্রেফতার করা হয় এবং আদালত সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে এসেসমেন্ট অব সিএলও-পিএলও-পিইও বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধ৩১ দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে