বোয়ালখালীতে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে জমিউল হুদা সোহেল (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইমামনগর নাজির দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল কধুরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমামনগর গ্রামের শফিউল আলমের ছেলে এবং একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সোহেল বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবহিষ্কারাদেশ উপক্ষো করে ক্লাসে, চবিতে মারধরের শিকার ছাত্রলীগ কর্মী