বোয়ালখালীতে আহত অবস্থায় একটি ঈগলকে উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিমের এক সদস্য। গতকাল রোববার দুপুরে উপজেলার বেঙ্গুরা রেলস্টেশন থেকে ঈগলটি উদ্ধার করেন রেসকিউ টিমের সদস্য ও বোয়ালখালী প্রতিনিধি শুভ বড়ুয়া। তিনি বলেন, স্থানীয়রা স্নেক রেসকিউ টিমের ফেসবুক পেজে ঈগলটি উদ্ধার ও সুস্থতার জন্য সহায়তা চান। এরপর বিষয়টি আমাকে জানানো হলে আমি ঈগলটি উদ্ধার করি। তবে ঈগলটি পায়ে ও পাখায় আঘাত পাওয়ার কারণে দাঁড়াতে পারছে না।বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে ঈগলটির চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে পাখীটিকে তার উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।